লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২১-২৩ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) ভোট গ্রহণ শেষে রাত ১১টার দিকে ঘোষিত ফলাফলে অ্যাডভোকেট মতিয়ার রহমান সভাপতি ও অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাড. মতিয়ার রহমান ১০৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে অ্যাড. আবুল কালাম আজাদ ৮২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে অ্যাড. আশরাফ হোসেন বাদল ৭৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. আবু আহাদ খন্দকার লেনিন ৯৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে অ্যাড. আব্দুর রশিদ প্রধান ৮৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
লাইব্রেরী সম্পাদক পদে অ্যাড. হাফিজুর রহমান হাফিজ ৮১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. নজরুল ইসলাম (২) ৮৪টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সদস্য পদে অ্যাড. আকমল হোসেন আহমেদ, অ্যাড. সফুরা বেগম রুমী, অ্যাড. মশিউর রহমান, অ্যাড. আব্দুর রশিদ সরকার, অ্যাড. কানিজ ফেরদৌস আরা ইতুল, অ্যাড. রেজাউল করিম শাহীন, অ্যাড. বিধুভূষণ রায়, অ্যাড. মধুসূদন রায় বিজয়ী হয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর