চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টর মেরামতের সময় চাপা পড়ে মারা গেছেন হোসেন আলী ওরফে হুসাইন (২৬) নামের এক ট্রাক্টর চালক। শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলী দামুড়হুদার কাদিপুর গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, শনিবার সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজে ট্রাক্টর মেরামত করতে আসেন চালক আলী হোসেন। ট্রাক্টরটি রেখে মেরামতের সময় অসাবধানবশতঃ ট্রাক্টরের নিচে চাপা পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন