কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটার সিকদারপাড়া থেকে ৬ লাখ ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৮ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে মহেশখালী পৌরসভার সিকদারপাড়ার পলাতক রাজাকার জাকারিয়ার পূত্র সালাহউদ্দিনের প্রাইভেট কার থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, পারিবারিক শত্রুতার জের ধরে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া ও তার চাচাতো ভাই পলাতক রাজাকার জাকারিয়ার পূত্র সালাহউদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গভীর রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় ৩ জন আহত হয়। এই ঘটনার জের ধরে সালাহউদ্দিনের গ্যারেজে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ।
ফায়ার সার্ভিস আগুন নেভালেও ৩টি মোটরসাইকেল সম্পুর্ণ পুড়ে যায়। এসময় সালাউদ্দিনের প্রাইভেট কারেও আগুন লাগে। এসময় ওই প্রাইভেট কারেরর পেছনে রক্ষিত ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, ঘটনাস্থলে ইয়াবার গন্ধ পেয়ে সন্দেহ হয় পুলিশের। আগুন নেভানোর পর তল্লাশি করে আংশিক পুড়ে যাওয়া প্রাইভেট কারেরর পেছনে রক্ষিত ৬ লাখ ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার উৎস ও কারবারের সাথে কে বা কারা জড়িত তা বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত