ঢাকার ধামরাই পৌরসভার কায়েতপাড়া এলাকার ইজিবাইক চালক আল আমিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী ও ইাজবাইক চালকরা।
মঙ্গলবার ধামরাই পৌর এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা। পরে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, ধামরাই রথখোলা অটো মালিক সমিতির সভাপতি শাহীনুর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন, নিহতের চাচাতো ভাই মকবুল হোসেন, মামাতো ভাই শরীফুল ইসলাম, মামলার বাদী নিহত আলামিনের ভাই সামসুল আলম প্রমূখ।
উল্লেখ্য, গত ২৬ মার্চ সকালে ধামরাই পৌরসভার গোয়ারীপাড়া গ্রামের ফসি উদ্দিনের ছেলে পরাজিত কাউন্সিলর প্রার্থী আল মাহফুজের মোটরসাইকেলের সঙ্গে আল আমিনের ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে পৌরসভার কায়েতপাড়া ব্রিজের কাছে ইজিবাইক চালক আল আমিনের ইজিবাইকের গতিরোধ করে প্রকাশ্যে ছুরিকাঘাত করে মাহফুজ। এসময় মাটিতে লুটে পড়ে ঘটনাস্থলেই আল আমিন মারা যায়। এ ঘটনায় আল মাহফুজের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে ওইদিনই থানায় মামলা দায়ের করে আলামিনের বড় ভাই সামছুল আলম।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার ওসি অপারেশন নয়ন মিয়া জানান, আসামিদের গ্রেফতারে ব্যাপক চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন