সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় প্রেস ক্লাব ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা প্রেস ক্লাব । আজ দুপুরে মাগুরা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশে অংশ নেয় জেলাসহ চার উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২শ শতাধিক সাংবাদিক।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক অধ্যাপক সাইদুর, হোসেন সিরাজ, আবু বাসার আখন্দ, অলোক বোস, মোখলেছুর রহমান, শফিকুল ইসলাম শফিক, রূপক আইচ, কাজী আশিক রহমান, শালিখা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক সরদার ফারুক আহম্মেদ, মহম্মদপুর প্রেস ক্লাবের সভাপতি বিপ্লব রেজা বিকো ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল।
বক্তারা সমাবেশে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় প্রেস ক্লাব ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানায় । তাছাড়া এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও আইনানুগ শাস্তির দাবি করেন ।
বিডি প্রতিদিন/আল আমীন