বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের নলকা ব্রিজের ওপর ট্রাক চাপায় ভ্যানযাত্রী সোহাগী বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে। নিহত সোহাগী বেগম সলঙ্গা থানার সলঙ্গা গ্রামের সোবহান সেখের স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান আলী জানান, নলকা থেকে একটি ভ্যান যাত্রী নিয়ে পাঁচিলের দিকে যাবার পথে নলকা ব্রিজের ওপর উঠলে পিছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী সোহাগী বেগম মারা যান।
পরে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ এবং চালক আবুল হোসেনকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর