মেহেরপুরের মুজিবনগর উপজেলায় জেন্ডার, ই-কমার্স অনলাইন বিজনেস, বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় এবং সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামে তথ্য আপার উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন সরকার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুর রব।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকার, জয়পুর গ্রামের ওয়ার্ড সভাপতি আব্দুস সামাদ, তথ্যসেবা সহকারী আরজিনা খাতুন ও শান্তনা আক্তার প্রমুখ। উঠান বৈঠকে শতাধিক নারী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই