গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই হাজতির নাম শওকত আলী (৪৯)। তিনি ঢাকার পল্লবী থানা এলাকার মৃত কাওসার আলীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রীতেশ চাকমা জানান, বুধবার সকালে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন শওকত আলী। এসময় তাকে কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শওকত আলীকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে ঢাকার পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু ছিল। ২০১৮ সালের ২৮ ফেব্রæয়ারি থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। কারাগারে তার কয়েদি নং- ৭২৭/১৮ ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার