প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে বগুড়ার আদমদীঘির মুরইল-শাঁওইল রাস্তার প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জি ও বি মেনটেনেন্স এর আওতায় রাস্তা চেইঃ ১৪০০ মি. প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, ঠিকাদার মেসার্স আলী এন্টার প্রাইজের স্বত্তাধিকারী ইয়াছিন আলী, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, নশরতপুর ইউনিয় আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক আজাদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন