ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উর্মি খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী ওই গ্রামের মিন্টু মণ্ডলের ছেলে ও শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।
উর্মির দাদা সামাদ হোসেন জানান, সকালে বাড়ির ভেতরে চেয়ারে বসে উর্মি খাতুন ঘর নির্মাণের কাজ দেখছিল। ওই সময় হঠাৎ করে পায়ে বিদ্যুতের তার জড়িয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই