ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় স্ত্রীর মামলায় পালিয়ে থেকেও রেহাই পেলেন না স্বামী নাজমুল হাসান খান। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক নৃপেন পুইস্তা জানান, ২০১৫ সালের নড়াইল জেলার জর্জ আদালতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হাসান খান দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেফতার করে। সে উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের এনায়েত হোসেন খান লিটুর ছেলে।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাজমুলকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন