বিভিন্ন মার্কেট ও বাস চলাচল বন্ধ ছাড়া বুধবার বগুড়ায় জনজীবন স্বাভাবিক ছিলো। গত ২ দিনের চেয়ে লকডাউনের ৩য় দিনে শহরে মানুষের ভিড় আরো বেড়েছে। আজ সকাল থেকেই শহরে ছিল তীব্র যানজট। সিএনজিচালিত অটোরিক্সা, ব্যক্তিগত পরিবহন, ব্যাটারীচালিত ইজিবাইক, অটোরিক্সা চলাচল করেছে।
শহরের সাতমাথায় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে দোকান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন ও মিছিল সমাবেশ হয়েছে। এতে শহরের নিউ মার্কেটসহ ৭টি মার্কেটের ব্যবসায়ী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা শামীম সরকার, শিবলু আলী সরদার, সিরাজুল ইসলাম রতন, শাহীন মন্ডল, মামুন হোসেন, রেজাউল করিম, সোহেল, শাহীন প্রমুখ।
এতে বক্তারা বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার বিকল্প নাই। তারা স্বাস্থ্যবিধি মেনে বিকেল ৫টা পর্যন্ত দোকান খুলে দেয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/আল আমীন