বগুড়া জেলা বিএনপির অধীনস্থ সকল স্তরের পুনর্গঠন দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে জেলা বিএনপির এক ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলামের পরিচালনায় সভায় জেলা বিএনপির অধীনস্থ ২৪টি সাংগঠনিক থানা (শহর, পৌর ও উপজেলা) কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক অংশ নেন।
সভায় এমপি সিরাজ দলের ইউনিয়ন কমিটি, শহর ও পৌর শাখার ওয়ার্ড কমিটির পুনর্গঠন পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে শেষ করে থানা সম্মেলন আয়োজনের নির্দেশ দেন।
তিনি বলেন, সাংগঠনিক থানা শাখার সম্মেলন শেষে জেলা বিএনপির কাউন্সিল করা হবে। তাই করোনাকালের সরকারি লকডাউন শেষ হলে তৃণমূলের কাউন্সিল শুরু করতে হবে।
তিনি সাংগঠনিক থানার নেতৃবৃন্দকে নির্ধারিত সময়ের মধ্যে সকল কাউন্সিল সম্পন্ন করে জেলা বিএনপিকে সহযোগিতা করার আহ্বান জানান। সেইসাথে করোনাকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সাংসদ গোলাম মো. সিরাজ।
বিডি প্রতিদিন/এমআই