১০ এপ্রিল, ২০২১ ২০:২৭

নারায়ণগঞ্জে হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে জুয়েল নামে এক ব্যক্তিকে হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শত শত নারী-পুরুষ মানববন্ধন করেন।

এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ এশিয়ান হাইওয়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে ১৫ মিনিট পর মহাসড়ক ছেড়ে পাশের রাস্তায় অবস্থান নেন বিক্ষুদ্ধ জনতা।

ওই সময় ছেলে হত্যার বিচার চেয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত জুয়েলের মা ও তার ভাই সোহেল। এসময় জুয়েল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে নানা শ্লোগান দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার রাতে বন্দরের মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জুয়েলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত জুয়েলের ভাই সোহেল বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর