১৩ এপ্রিল, ২০২১ ১২:৫০

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শিমুলিয়াঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শিমুলিয়াঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলামুখী মানুষের উপচেপড়া ভিড় ও যানবাহনের চাপ দেখা গেছে। এ যেন ঈদের ঘরমুখো মানুষের ভিড়। 

ভোররাত থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা লকডাউনে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়। 
শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় স্বাস্থ্যবিধি অপেক্ষা করে পদ্মাপাড়ি দিতে ফেরিগুলোতে দেখা গেছে মানুষের উপচেপড়া ভিড়। এছাড়া জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রী ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছে।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছোট-বড় যানবাহনে করে শিমুলিয়াঘাট এলাকায় উপস্থিত হচ্ছে মানুষ। ঘাটে আসা অধিকাংশ যানবাহনই ব্যক্তিগত ছোট গাড়ি।

এদিকে, ঘাট এলাকায় ছয় শতাধিক ব্যক্তিগত ও দুই শতাধিক পণ্যবাহী যানবাহন অবস্থান করছে। এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌ-রুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাট কর্তৃপক্ষ। তবে অত্যাধিক মানুষের চাপে নৌ-রুটের যাত্রী ও যানবাহন পারাপারে হিমশিম খেতে হচ্ছে ফেরি কর্তৃপক্ষকে।

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়াঘাটের সহকারী উপ-ব্যবস্থাপক শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ১৪টি ফেরি দিয়ে এই রুটে চলছে যাত্রী ও যানবাহন পারাপার। সকাল থেকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যাত্রীবাহী ছোট প্রাইভেটকার ও কয়েক শতাধিক পণ্যবাহী যানবাহন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর