১৩ এপ্রিল, ২০২১ ১৯:০১

ধুনটে কৃষকদের মাঝে হার্ভেস্টার মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ধুনটে কৃষকদের মাঝে 
হার্ভেস্টার মেশিন বিতরণ

বগুড়ার ধুনট উপজেলায় সরকারি কৃষি উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় অর্ধেক ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বরাদ্দকৃত ৫টি মেশিনের মধ্যে ৩টি মেশিন হস্তান্তর করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আরিফুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল হোসেন, সাজেদুল কুিরম, শাহিনুর ইসলাম, তাহেরা খাতুন, আবু তাহের, রাশেদুজ্জামান প্রমুখ। 

উল্লেখ্য, ধুনট উপজেলায় সরকারি কৃষি উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় অর্ধেক ভর্তুকি মূল্যে কম্বাইন হার্ভেস্টার মেশিন নিতে ৪৮ জন কৃষক আবেদন করেছিলেন। তাদের মধ্যে লটারীর মাধ্যমে ৫ জন কৃষকের নাম চুড়ান্ত করা হয়। মঙ্গলবার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামের কৃষক আবু সামা আকন্দ, গোপালনগর ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামের কৃষক খলিলুর রহমান ও ডিগ্রির চর গ্রামের শফিকুল ইসলামের হাতে কম্বাইন হার্ভেস্টার মেশিন তুলে দেওয়া হয়। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর