১৩ এপ্রিল, ২০২১ ১৯:১৩

ধামরাইয়ে বিনামূল্যে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

ধামরাই প্রতিনিধি

ধামরাইয়ে বিনামূল্যে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

ঢাকার ধামরাইয়ে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যের ৩০ কেজি করে সার ও ৫ কেজি করে আউশ বি-৪৮ জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার ধামরাইয়ের কালামপুরে কৃষকদের মধ্যে এ সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ চন্দ্র সরকারসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। 
   
ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান বলেন, বর্তমান সরকার ফসল উৎপাদনের জন্য সব সময় কৃষকদের পাশে থেকে বিনামূল্যে সার-বীজ দেওয়াসহ সকল সুযোগ-সুবিধা দিয়ে আসছে। ২০২১-২২ অর্থ বছরের জন্য কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় সরকার আজ ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যের ২০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার এবং ৫ কেজি করে আউশ বি-৪৮ জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর