বরগুনায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউনে সামাজিক দূরত্ব মানছেন না শহরে আসা লোকজন। সামাজিক দূরত্ব বেশি উপক্ষিত হচ্ছে কাঁচা বাজার, মুদি ও ফলের দোকানে এবং ছোট ছোট হাটবাজারে।
বরগুনা শহরে সকাল ১০টা পর্যন্ত অটোরিকশা ও ব্যক্তিগত পরিবহন চলাচল করতে দেখা গেছে। জেলার বিভিন্ন হাট-বাজারেও সামাজিক দূরত্ব মানা হয়নি। সকাল সাড়ে ৮টার দিকে আমতলি পৌর শহরের কাঁচা বাজারে পুলিশের সাথে সবজি ব্যবসায়ীদের পাল্টা-পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৯টা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, পুলিশ, স্বেচ্ছাসেবক, যুব রেডক্রিসেন্ট সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণসহ নির্দশনা বাস্তবায়নে কঠোর অবস্থান নেয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ