পটুয়াখালীর কলাপাড়ায় ২২ মণ জাটকাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে মহিপুর থানা পুলিশ শেখ কামাল সেতুর টোল প্লাজা থেকে এসব মাছ জব্দ করে।
পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডলের নির্দেশক্রমে ট্রাকের চালকসহ ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ ওই রাতে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহা, কলাপাড়া সার্কেলের এ.এসপি আহমদ আলী, মহিপুর থানার ওসি মনিরুজ্জামান ও মহিপুর সদর ইউপি চেয়ারম্যান ফজলু গাজী।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        