চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রাম থেকে সাড়ে তিন কেজি গাঁজাসহ ইমরান হোসেন (৩২) নামের একজনকে আটক করেছে র্যাব-৬। সোমবার (১৯ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক ইমরান হোসেন জীবননগরের হরিহরনগর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদে অভিযানে বাঁকা গ্রামের হাবিবুর রহমানের খাবার হোটেলের সামনে থেকে ইমরান হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। আটক ইমরান হোসেনকে জব্দকৃত গাঁজাসহ জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ