শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় অন্তত ১৫ জনকে কুকুরে কামড়ে আহত করেছে। আহতের মধ্যে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছেন। আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় এই কুকুরে কামড়ানোর খবর দিয়েছে নকলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
জানা গেছে, নকলা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে বেশ কিছু বেওয়ারিশ কুকুর বেশ কিছুদিন ধরেই উৎপাত করছে। প্রতিদিনই কাউকে না কাউকে কামড়াচ্ছে এসব কুকুর। গতকাল রবিবার ১৩ জনকে এবং আজ সকালে আরও দুজন এই মোট ১৫ জনকে কুকুর কামড়িয়েছে।
আহতরা হলেন- মুক্তার আলী (৮),অন্তর মিয়া (২০) ,আবু বক্কর সিদ্দিক (২৪),জনি (৫), হাবেজ আলী (১৫), নিরব সাহা (১০), আফিযা আক্তার(৪), আ: রহমান (৪৫), খুসু মনি (৭), রফিকুল ইসলাম (১৪), আমবাজ আলী (৪৭),নূর হোসেন (৪২), মুক্তার আলী (১৯), আ: মান্নান (৫০), নজরুল ইসলাম (৭০)।
নকলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তুফা জানিয়েছেন সকল রোগীকেই যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। আর বেওয়ারিশ কুকুরের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        