টাঙ্গাইলের সখীপুরে সহোদর ভাইয়ের চাঁদাবাজি মামলায় ভাই শামসুল আলম লেবু (৫৫) ও ভাতিজা সারোয়ার আলমকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে উপজেলার নলুয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এক লাখ টাকা চাঁদা দাবি করায় সহোদর ভাই শামীম আল মামুন বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে এ মামলা করেন।
পুলিশ জানায়, রবিবার রাতে সহোদর ভাই ও ভাতিজার বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদাবাজি মামলা করেন। এঘটনায় ওই রাতেই দুই আসামিকে গ্রেফতার করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, চাঁদাবাজি মামলায় দুই আসামিকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই