চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে পাঁচজন শ্রমিক নিহতের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি পালন করে কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ।
মানববন্ধনে বক্তারা শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীর, অনল চক্রবর্তী কানু ও সৈকত সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই