টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের জমি উদ্ধার করেছে স্থানীয় বন কর্মকর্তারা। মঙ্গলবার সকালে উপজেলার হতেয়া রেঞ্জের কালিদাস বিটের কির্ত্তোণখোলা এলাকা থেকে ওই জমি উদ্ধার করা হয়।
হতেয়া রেঞ্জ কর্মকর্তা মো. আলাল খানের নেতৃত্বে হতেয়া রেঞ্জের কালিদাস বিটের কির্ত্তোণখোলা মৌজার সিএস ৩২ নম্বর দাগের ১০ শতাংশ জমি উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় কয়েকটি বিটের বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালিদাস বিট কর্মকর্তা মো. মুস্তানোর রহমান জানায়, রাতারাতি বনের জমি দখল করে একটি পোল্ট্রি-ফার্ম নির্মাণ করেন ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং রেঞ্জ কর্মকর্তাকে বিষয়টি অবগত করি।
হতেয়া রেঞ্জ কর্মকর্তা মো. আলাল খান বলেন, বন বিভাগের জমি থেকে একটি পোল্ট্রি-ফার্ম উচ্ছেদ করে বন বিভাগের ১০ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর