২০ এপ্রিল, ২০২১ ২২:২৭

নাটোর সদর হাসপাতালে নির্মাণ হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট

নাটোর প্রতিনিধি:

নাটোর সদর হাসপাতালে নির্মাণ হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মাঝে জরুরী প্রয়োজনে অক্সিজেন সরবরাহ করতে নাটোর সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট বসানোর কাজ শুরু হয়েছে। সকাল থেকে সদর হাসপাতালের পুরাতন ভবনে অক্সিজেন সরবরাহের জন্য প্লান্ট স্থাপনের কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। 

এছাড়া ৩১ শয্যার করোনা আইসোলেশন সেন্টারে রোগীদের সংকুলান না হওয়ায় নতুন ভবনে স্থানান্তরের জন্য ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ অন্যান্যরা। সকালে নাটোর সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবন পরিদর্শনে যান তারা। 

এসময় করোনার প্রকোপ বৃদ্ধিতে পুরাতন ভবনে স্থান সংকুলান না হওয়ার কারনে নতুন ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে করোনার আইসোলেশন সেন্টারে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন তারা। এসময় সদর হাসপাতালেল সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার, আরএমও ডা. মঞ্জুর রহমানসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর