সোনাতলা উপজেলা কমপ্লেক্স বায়তুল মামুর জামে মসজিদে বুধবার দুপুরে একটি ২ টন এসি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। পবিত্র রমজান মাসে মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে ইবাদতের জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে এ এসি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, সাংবাদিক মোশাররফ হোসেন মজনু ও মসজিদটির পেশ ইমাম মাওলানা আফজাল হোসেন।
এসি প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন, রমজান মাস বেশি বেশি ইবাদতের মাস। বৈশাখ মাসের এ দিনগুলোতে ভ্যাপসা গরম চলছে। সাধারণ মুসল্লিরা যাতে সুন্দরভাবে তারাবীসহ অন্যান্য নামাজ আদায় করতে পারে সেজন্য এসি প্রদান করলাম। ভবিষ্যতে মসজিদটির উন্নয়ণে আরো পদক্ষেপ নেব ইনশাআল্লাহ।
বিডি প্রতিদিন/আল আমীন