বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার হলেন গাজীপুরের কালিয়াকৈরের সন্তান (জনসংযোগ ও মার্কেটিং) বাংলাভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুক।
বুধবার বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খান আগামী তিন বছরের জন্য তাকে এই নিয়োগ প্রধান করেন।
সংগঠনের পরিচালক (জনসংযোগ) এএইচ এম শামসুল আজাদ জানান, সংগঠনের জাতীয় কমিটি গঠনের লক্ষ্যে স্কাউট আন্দোলন সংগঠন ও সম্প্রসারণের জন্যে তাকে এই নিয়োগ প্রদান করা হয়।
তিনি জানান, মীর মোহাম্মদ ফারুক ৪৩ বছর যাবৎ স্কাউট আন্দোলনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি স্কাউট আন্দোলনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ন্যাশনাল সার্টিফিকেট ও মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তাছাড়া তিনি বাংলাদেশ স্কাউটসের ট্রেনিং টিমেরও সক্রিয় সদস্য। তিনি গাজীপুর জেলা স্কাউটসের সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন) হিসেবে দায়িত্বরত।
বিডি প্রতিদিন/এমআই