২৩ এপ্রিল, ২০২১ ১৯:৩৬

নীলফামারীতে আরও ১২ বীরাঙ্গনাকে সহায়তা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে আরও ১২ বীরাঙ্গনাকে সহায়তা

নীলফামারীর সৈয়দপুরে ১২ জন বীরাঙ্গনাকে সহায়তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা ফাউন্ডেশন’।  শুক্রবার দুপুরে কামারপুকুর ইউনিয়নের আইসঢাল এলাকার বীরনিবাস প্রাঙ্গণে সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ দেওয়া হয়।

এতে অপারেজয় বাংলা ফাউন্ডেশন নীলফামারী জেলা সমন্বয়কারী এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ডোমার উপজেলা শাখার সভাপতি আল-আমিন রহমান, সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইউনুছ আলী, সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু উপস্থিত ছিলেন।

অপারেজয় বাংলা ফাউন্ডেশনের সমন্বয়কারী আল-আমিন রহমান জানান, বীরাঙ্গনাদের প্রত্যেককে ১০ কেজি করে চাল ও নগদ ৫০০ করে টাকা দেওয়া হয়। সৈয়দপুরে ১২ জন ছাড়াও জেলায় ৩৬ জনকে এই সহায়তা দেয়া হলো। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ


 


 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর