নাটোর সদর উপজেলার তেলকুপি এলাকায় কৃষিতে জমিতে অবৈধভাবে স্থাপন করা ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাহাঙ্গীর আলম জানান, সদর উপজেলার তেলকুপি এলাকায় কৃষি জমি নষ্ট করে অনুমোদনহীন ইটভাটা স্থাপন করা হয়। শনিবার দুপুরে অভিযানে ইটভাটাটির কোনো প্রকার অনুমোদন দেখাতে পারেননি ইটভাটার মালিক খোরশেদ আলম। অনুমোদন না থাকায় ইটভাটাটি উচ্ছেদ করা হয়। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে ভাটার সকল সরঞ্জাম এই কৃষি জমি থেকে সড়িয়ে নিতে ভাটার মালিক নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        