ঝালকাঠিতে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনে আজ রবিবার তিনশো বাস ও ম্যাজিক শ্রমিকদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, হাফ লিটার তেল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু দেয়া হয়। জেলা প্রশাসন জানায় আগামীকালও তিনশ শ্রমিকের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর