শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মোতাবেক লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করছে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবণ।
শনিবার ইফতারের পর থেকে গভীর রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ১১০টি পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও একটি সাবান।
খাদ্য সামগ্রী বিতরণকালে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শ্রাবণের সাথে শেরপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বর্ষণ কারুয়া, সহ-সভাপতি আব্দুল আলিম হক, যুবলীগ নেতা সাজেদ, রনি, মোস্তফা কামাল, ছাত্রলীগ নেতা রিফাত, শান্ত, সোহেল, শামীম, লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর