মহামারি করোনা সংক্রমণ রোধ কল্পে সরকার ঘোষিত লকডাউন এর কারণে কর্মহীন হয়ে পড়া গণপরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে গাজীপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
গাজীপুর শহরের রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে ৬শ গণপরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৮ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাউল, ১ লিটার তেল, ২ কেজি লবণ।
ত্রাণ সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ, গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনা বেগমসহ অন্যান্য কর্মকর্তাগণ।
বিডি প্রতিদিন/এ মজুমদার