বগুড়া পৌরসভার জলেশ্বরীতলা এলাকায় মানবিক সাহায্য সংগঠন ‘সেবা’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ‘সেবা’র উদ্যোক্তা ও বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন এসব প্রদান করেন।
এসময় তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ উপভোগ করার জন্য আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।
বিতরণকালে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট লাইজিন আরা লিনা, সহ-সভাপতি হাসিনা হাফিজ হিরা, সমাজকর্মী জিতা মাহেজেবীন, যুবলীগ নেতা, রেজাউল ইসলাম খোকন, আদম শেখ, রিয়াজ, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা, জাকিরুল আলম জনি, মিল্লাত হোসেন, রিয়েল, তানজিম, রাকু, শুভ, ইমরান ও মাহফুজার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই