অভ্যন্তরীণ গম ক্রয়ে নীলফামারীর ডোমার উপজেলায় দু’টি খাদ্য গুদামে সরকারিভাবে কৃষকদের নিকট হতে ২৮ টাকা কেজি দরে গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে ডোমার ১ নং খাদ্য গুদামে খাদ্য বিভাগের আওতায় বামুনিয়া ইউনিয়নের কৃষক রিপন রায়ের নিকট এক মেট্রিক টন গম ক্রয়ের মাধ্যমে ফিতাকেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদার, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ঋষিকেশ দেব শর্মা, খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুল আউয়াল, চিলাহাটি খাদ্যগুদাম কর্মকর্তা শরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকগন উপস্থিত ছিলেন।
এবারে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় চিলাহাটি ও ডোমার দু’টি খাদ্যগুদামে দুইশত বারো মেট্রিক টন গম ২৮ টাকা কেজি দরে কৃষকদের নিকট হতে সরাসরি ক্রয় করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন