‘শ্রমিক-মালিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়বো দেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় পালিত হয়েছে মহান মে দিবস। উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে শনিবার (১ মে) সকাল সাড়ে সাতটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে আটটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং বিকাল চারটায় শ্রমজীবী মেহনতী ৩০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতি বছর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে দিবসটি পালিত হলেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতবারের মতো এ বছরও সব ধরনের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদার, সাধারণ সম্পাদক মো. আল আমিনসহ পৌর শ্রমিক লীগ ও ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত