নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলায় ৩৯ প্রতিবন্ধীর মাঝে প্রতিবন্ধী ভাতা বিতরণ করা হয়েছে। তারিকুল ইসলাম মোঘল ফাউন্ডেশনের পক্ষ থেকে ভাতা বিতরণ করেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক।
মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চনের বাগান বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবন্ধীদের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও মেয়র রফিকুল ইসলাম রফিকের মা বিবিয়া বেগম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন ও ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল হক।
মেয়র রফিকুল ইসলাম রফিক বলেন, আমরা চেষ্টা করি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার এলাকার সকল অসচ্ছল প্রতিবন্ধীদের সাহায্য করতে। বছরে দুইবার আর্থিক সহায়তা ছাড়াও সারা বছর তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছি।
বিডি প্রতিদিন/এমআই