বগুড়ার কাহালুর উল্ট্র গ্রামের নিহত বিএনপি নেতা রফিকুল ইসলাম ঠান্ডুর পরিবারকে ঈদ উপহার দিয়েছেন সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।
রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বগুড়া-৪ আসনের এমপি মো. মোশারফ হোসেন ঠান্ডুর পরিবারে গিয়ে খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার মেয়র মো. আব্দুল মান্নান, কাহালু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাদল, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম, বিএনপি নেতা কাজী আব্দুর রশিদ, ফরিদুর রহমান ফরিদ, আনিছার রহমান, তোফাজ্জল হোসেন আজাদ, প্রভাষক হাফিজার রহমান বাবু।
আরও উপস্থিত ছিলেন ফরিদ ফকির, আব্দুল হান্নান, মোহাম্মাদ আলী ভূইয়া, আব্দুস সালাম সরদার, জিল্লুর রহমান, পারভেজ আলম, আব্দুল মোমিন, মোহাম্মাদ আলী সুমন, প্রভাষক মো. শাহাবুদ্দিন, আজাদ তালুকদার, ফাহিম আহম্মেদ সুমন, শামীম আহম্মেদ, মিলন সরদার, সেলিম চৌধুরী, রাকিব ইমতিয়াজ শাওন, রাকিব, মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীনসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        