১১ মে, ২০২১ ২১:৫৩

নীলফামারীতে নতুন পোশাক পেলেন ১ হাজার ২০০ মানুষ

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে নতুন পোশাক পেলেন ১ হাজার ২০০ মানুষ

নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদের পৃষ্ঠপোষকতায় ঈদুল ফিতর উপলক্ষে নতুন কাপড় পেয়েছেন জেলা শহরের ১২০০ হতদরিদ্র মানুষ। মঙ্গলবার বিকেলে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সেইফ ফাউন্ডেশনের সহযোগিতায় এসব কাপড় বিতরণ করা হয়। 

এতে অতিথি থেকে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম শুভেচ্ছা বক্তব্য দেন। 

সেইফফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আমিন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। 

এ সময় করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার, সামাজিক দুরত্ব নিশ্চিত করাএবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান বক্তারা। 

নুতন কাপড়ের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিচ, পাঞ্জাবি ও শার্ট। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর