শিরোনাম
১২ মে, ২০২১ ২৩:৩৯

চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদ বৃহস্পতিবার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

চাঁদপুরে প্রায় ৫০টি গ্রামের মানুষ বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ কয়েক যুগ ধরে তারা আরব বিশ্বের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন। চাঁদপুরে আগাম ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো- 

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, বলাখাল, মনিহার, অলিপুর, বড়কুল, শমেশপুর, ঝাঁকনি, রামচন্দ্রপুর, প্রতাপুর, বেলচোঁ, উভারামপুর, সুরঙ্গচাল ও গোবিন্দপুর। ফরিদগঞ্জ উপজেলার- শাচনমেঘ, বিঘা, বাছপাড়া, খিলা, ওড়তলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নোয়ারহাট, বাশারা, ফনিসাইর, কামতা, পাইকপাড়া, কাইতারা, টোরামুন্সীরহাট, মূলপাড়া, বদরপুর, তেলিসাইর। মতলব উপজেলার- আশ্বিনপুর, নায়েরগাঁও, পাঁচানী, দশানী, মোহনপুর, এখলাসপুর ও বেলতলী এবং শাহারাস্তী ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রাম। 

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর