মেহেরপুরের গাংনী উপজেলর মহিষাখোলা গ্রামে গরুর শিংয়ের আঘাতে মুসলিমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মুসলিমা মহিষাখোলা গ্রামের বজলুর রহমানের স্ত্রী। শনিবার (১৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় মুসলিমা গরুকে গোসল করাচ্ছিলো। এসময় গরুটি আকস্মিক ভাবে মসলিমাকে শিং দিয়ে গুতা মারে। গরুর শিংয়ের আঘাতে সে গুরুতরভাবে আহত হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        