ঈদের ছুটিতে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সারুন (১৮) নামে এক যুবক। গুরুতর আহত হয়েছেন তার দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে মিঠামইনের ঢাকী সেতুর কাছে।
নিহত সারুন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই রাজকুন্তি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার বিকালে সারুন ও তার দুই বন্ধুসহ তিনজন মিলে একটি মোটরসাইকেলে করে মিঠামইন হাওরে ঘুরতে যান। মিঠামইনের ঢাকী সেতুর কাছে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোয় প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সারুন। এ সময় সাথে থাকা তার দুই বন্ধু গুরুতর আহত হন। 
আহত দুজনকে উদ্ধার করে কিশোরগঞ্জে পাঠানো হয়েছে বলে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        