বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের ৫ জন সদস্যের সদস্য পদ বাতিল করা হয়েছে। এরা হলেন মল্লিক আবুল কালাম খোকন, শামীম আহসান মল্লিক, এইচএম শহিদুল ইসলাম, জসিম উদ্দিন শাহীন ও মো. আবু সালেহ। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঙ্গলবার প্রেস ক্লাবের এক সাধারণ সভায় এদের সদস্য পদ স্থায়ী ভাবে বাতিল করা হয়।
প্রসংগত, এই ৫ জন সদস্য প্রেস ক্লাবে অনুষ্ঠিত গত ৩০ ডিসেম্বরের বার্ষিক সাধারণ নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন। ওই ভোটে একটি গুরুত্বপূর্ণ পদে পরাজিত সদস্যের পরাজয় মানতে না পেরে ওই ৫ জন বিধিবর্হিভূতভাবে গত ৯ মে পদত্যাগ পত্র দাখিল করেন এবং একই দিনে ‘মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাব’ নামে একটি সংগঠনের ঘোষণা দেন। কথিত ওই উপজেলা প্রেস ক্লাবটি ২০০৫ সালে স্থাপিত বলেও ব্যানারে উল্লেখ করা হয়েছে।
ভবিষ্যতে ওই ৫ জনের সাথে প্রেস ক্লাবের কোন বিষয়ে কেউ যোগাযোগ করে প্রতারিত হলে তার দায় প্রেস ক্লাব বহন করবে না।
বিডি প্রতিদিন/আল আমীন