প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও হেনস্থার প্রতিবাদ ও মুক্তির দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা রোজিনা ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষিদের শাস্তি দাবি করেন।
এর আগে দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনে নারী সাংবাদিক সংঘসহ (নাসাস) এ্যাক্টিভিষ্ট আবুল কালাম আজাদ অবস্থান কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন নারী সাংবাদিক সংঘ’র আহবায়ক সাংবাদিক বাবলী আকন্দ, অ্যাক্টিভিস্ট আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক কর্মী জহিরুল ধ্রুব, পিসি লিটনসহ প্রমুখ। অবস্থান কর্মসূচিতে সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        