দিনাজপুরে ঘোড়াঘাটে ২টি চোরাই গরু উদ্ধারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে গরু চুরি মামলা হয়েছে। বাকি ৪ জন আসামী পলাতক রয়েছে।
আটকৃতরা হলো, সাজু মিয়া (২৭) বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনন্তপুর পশ্চিম পাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে, মিজানুর রহমান (৪৪), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা কাঠালপাড়া হরিনাথপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে, মজনু মন্ডল (৫৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত কেফায়েতুল্লাহ্ ছেলে, সাহেব মিয়া (৩৮) ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে এবং সাইদুল ইসলাম (৪৫) সিংড়া বেড়ীভিটা গ্রামের রমজান আলীর ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে গরুর মালিক দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার উত্তর লক্ষীপুর চিলাপাড়া গ্রামের শ্রী যোগেস সরেন বাদী হয়ে ঘোড়াঘাট থানায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন জানান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মমিনুল করিমের নিকট থেকে প্রযুক্তিগত সহায়তা নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া-পাঁচবিবি সড়কের ধরমপুরার মোড় সংলগ্ন কালর্ভাটের উপর থেকে চুরি হয়ে যাওয়া ২টি গরু উদ্ধারসহ সাহেব মিয়া, সাইদুল ও মজনু মিয়াকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গরু চুরির সক্রিয় সদস্য বলেও স্বীকার করে। এ ঘটনায় আটক ৫ জন আসামিকে চুরি মামলায় বুধবার সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীরা পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার