গাজীপুরে শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় বাই-সাইকেল আরোহী যুবক নাহিদ হাসান (২৫) নিহত হয়েছেন। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভিটিবাঘুন এলাকার হেলাল উদ্দিনের ছেলে। স্থানীয়রা চালকসহ ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বুধবার বিকেলে ৩টায় উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মারতা গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
আটক কাভার্ডভ্যান চালক ওমর ফারুক (২৭) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দোয়ালিয়া গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, নিহত নাহিদ বাই-সাইকেল যোগে কালীগঞ্জ উপজেলার ভিটিবাঘুন এলাকার গ্রামের বাড়ি যাচ্ছিল। পথে গাজীপুর-কালীগঞ্জ সড়কের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মারতার (চরদমদমা) পাঠামোাড় বিশ্বরোড এলাকায় পৌছলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ওই যুবকের সাইকেলকে চাপা দেয়। এতে সাইকেলসহ পড়ে গিয়ে ঘটনাস্থলেই যুবক নাহিদ নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার