জয়পুরহাটের সদর উপজেলার গোয়াবাড়ি ঘাট এলাকায় তুলশী গঙ্গা নদীতে আয়শা বেগম (১১) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছেন। শিশুটিকে নদীতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আয়শা বেগম সদর উপজেলার আমদই ইউনিয়নের গোয়াবাড়ি ঘাটের রাশেল হোসেনের শিশু কন্যা।
অপর দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোড়াপা গ্রামের আরিফুর রহমান (২৮) মাঠে সেচ যন্ত্রের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে আরিফুরকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে জরুরী বিভাগে নেওয়া চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক স্বপন কুমার রায় জানান, বিদ্যুতায়িত হওয়া যুবক আরিফুর রহমান ও পানিতে ডুবে যাওয়া শিশু আয়শা বেগমকে আজ রবিবার দুপুরে জরুরী বিভাগে নিয়ে আসে। তবে দুইজনেরই হাসপাতালে আসার আগে মৃত্যুু হয়েছে।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির