মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে এক শিকলবন্দী প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। এসময় ঘরের মধ্যে বাঁধা অবস্থায় একটি ছাগলও আগুনে পুড়ে মারা যায়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার সময় উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের তালুকদারকান্দি গ্রামের বারেক তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম শিল্পী আক্তার (৩৫)। তিনি তালুকদারকান্দি গ্রামের বারেক তালুকদারের মেয়ে।
এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রায় এক যুগ ধরে বারেক তালুকদারের মেয়ে শিল্পি আক্তার মানুসিক ভারসাম্যহীন ছিলেন। প্রথম দিকে একটু কম মানসিক সমস্যা থাকলেও শেষের দিকে সমস্যার মাত্র বেড়ে যায়। ফলে গত চার মাস ধরে শিল্পি আক্তারকে তাদের একটি রান্নাঘরের পাশে শিকলবন্দী করে রাখছিল পরিবারের লোকেরা। শুক্রবার সন্ধ্যায় শিল্পী আক্তারের বাবা ৮০ বছরের বৃদ্ধ বারেক তালুকদার মোমবাতি নিয়ে শেকলবন্দী মেয়েকে দেখতে যান। কিন্তু তিনি অসাবধানতাবসত জলন্ত মোমবাতি মেয়ের ঘরে রেখে চলে আসেন। পরে রাত সাড়ে ১১টার সময় দেখতে পান, পুরো বাড়ি আগুনে দাউ দাউ করছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকর্মীরা দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সেই ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা যান শিল্পী।
নিহত শিল্পী আক্তারের বাবা বারেক তালুকদার বলেন, ‘আমার মেয়ের মাথায় সমস্যার কারণে তাকে বাইন্দা রাখছিলাম। রাতে কেমনে যে আগুন লাগছে, আমরা কইতে পারি না।’
শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট প্রধান শ্যামল বিশ্বাস বলেন, আমরা যেতে না যেতেই এলাকাবাসীর চেষ্টায় আগুন প্রায় নিন্ত্রণে চলে আসে। রাস্তা সরু থাকা আমাদের গাড়ি যথাসময়ে পৌঁছতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা বা মোমবাতির আগুন থেকে এ ঘটনার সূত্রপাত।
শিবচর থানার পরিদর্শন ( তদন্ত) আমির হোসেন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানতে পেরেছি মেয়েটি দীর্ঘদিন ধরে মানুসিক ভারসাম্যহীন ছিল।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ