বগুড়ার ধুনটের চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামে পরকীয়ায় বাধা দেওয়ায় তানজিনা খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছেন তার স্বামী। তানজিনা ধুনট উপজেলার নসরতপুর গ্রামের মৃত হবিবর রহমান তালুকদারের মেয়ে। এ ঘটনায় আহত গৃহবধূ বাদী হয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে থানা অভিযোগ দিয়েছেন।
বগুড়ার ধুনট থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পেঁচিবাড়ি গ্রামের হযরত আলীর ছেলে শরীফুল ইসলামের সঙ্গে প্রায় ১০ বছর আগে তানজিনার বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পরই শরীফুল পার্শ্ববর্তী গ্রামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
পরকীয়ার বিষয়টি নিয়ে ২১ মে কথা কাটাকাটির একপর্যায়ে তানজিনাকে পিটিয়ে আহত করেন তার স্বামী। সংবাদ পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তানজিনা বাদী হয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে শনিবার থানায় একটি অভিযোগ দেন।
বগুড়ার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, গৃহবধূকে নির্যাতনের অভিযোগটি তদন্ত করা হচ্ছে। এ ছাড়া বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। তবে সমঝোতা না হলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ