বরিশালের গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান যুব ও ছাত্রলীগের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে। রবিবার বাদ আছর এই ঘটনা ঘটে।
গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বদিউজ্জামান মিন্টু জানান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আছর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূর্ব প্রস্তুতি অনুযায়ী মিলাদের সকল আয়োজন সম্পন্ন করা হয়। বিকেল পৌনে ৫টার দিকে অর্ধশতাধিক মোটরসাইকেলযোগে যুব ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মহড়া দিয়ে মিলাদে অংশ নিতে আসা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা কলেজ মসজিদের সামনে অবস্থান নেয়ায় ভয়ে নেতাকর্মীরা আত্মগোপন করে। এ কারনে মিলাদ অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
তবে উপজেলা ছাত্রলীগ সভাপতি সান্টু ভূঁইয়া এই অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্ধ রয়েছে। এর জের ধরে তাদের নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার দায় ক্ষমতাসীনদের উপর চাপাচ্ছে চাচ্ছে তারা।
বিডি প্রতিদিন/আল আমীন