বগুড়ার টিএমএসএস’র কোভিড-১৯ ব্যবস্থাপনার ৫১৬ দিন পূর্তি এবং টিএমসি ও আরসিএইচ’র কোভিড-১৯ ইউনিটের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সোমবার ঠেঙ্গামারা বগুড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল’র উদ্যোগে কোভিড-১৯ ব্যবস্থাপনার তথ্য তুলে ধরা হয়।
টিএমএসএস মেডিকেল কলেজের শহীদ অধ্যাপক ডা. এ কে এম মাসুদুর রহমান লেকচার গ্যালারীতে টিএমএসএস গ্র্যান্ড হেল্থ সেক্টরের আয়োজনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্র্যান্ড হেল্থ সেক্টরের নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল।
তিনি বলেন, এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে করোনা রোগীদের চিকিৎসা শুরু করে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল। ৩০ মে পর্যন্ত এই হাসপাতালের কোভিড ওয়ার্ড ও আইসিইউ ইউনিটে ২ হাজার ২২৩ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১২৫ জন। সুস্থতার হার শতকরা ৯৫.৫৫ ভাগ। এই সময়ে চিকিৎসাধীন ৯৮ জন রোগী মৃত্যুবরণ করেছেন। আইসিইউ সাপোর্টে চিকিৎসা দেওয়া হয়েছে ৭৬ জন রোগীকে। রোগীদের নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। কোভিড চিকিৎসা ও ব্যবস্থাপনার উপরে পর্যন্ত প্রমাণযোগ্য ধারণা প্রাপ্তির লক্ষ্যে ১৫টি গবেষণা প্রকল্প গ্রহণ করা হয়, যা চলমান রয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসা সেবায় নিয়োজিত এ পর্যন্ত ৫ জন (২ জন চিকিৎসক ও ৩ জন কোভিড টেকনোলজিস্ট) কোভিডে আক্রান্ত হয়েছেন। কোভিড চিকিৎসা সেবায় নিয়োজিত হয়ে মৃত্যুবরণ করেছেন ডা. এ কে এম মাসুদুর রহমান। ২০২০ সালের ৩১ মে পিসিআর ল্যাবে কার্যক্রম শুরু হয়ে ৩১ মে ২০২১ পর্যন্ত ২১ হাজার ৭৭৯ জনের কোভিড-১৯ পরীক্ষা করে ৪ হাজার ৫২৫ জন কোভিড পজিটিভ হয়েছেন। টিএমএসএস কোভিড কালীন বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম, অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিতে মানবতা স্টোর পরিচালনা করে দেশব্যাপী মাস্ক, লিফলেট বিতরণ ও সভা সেমিনারের আয়োজন করে।
ভার্চুয়াল জুমের মাধ্যমে যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ শিক্ষক প্রফেসর ড. হাসানাত আলী, টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।
বক্তব্য রাখেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান। সভাপতিত্ব করেন পরিচালক (হাসপাতাল) ডা. আ স ম বরকতুল্লাহ। উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শাহজাহান আলী সরকার, টিএমসি’র মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুর রহমান, অধ্যাপক ডা. মো. জাকির হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই